bangla news

ভেজাল জুস কারখানা সিলগালা, মালিকসহ ৭ জনের দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১০-০১ ৭:১৮:৪৪ পিএম
ভেজাল জুস, চকলেট, লিচু তৈরির অভিযোগে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়

ভেজাল জুস, চকলেট, লিচু তৈরির অভিযোগে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় আফসারা অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ভেজাল ম্যাংগো জুস, চকলেট তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০১ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিএসটিআই’র অনুমোদন না থাকায় এবং ভেজাল জুস, চকলেট, লিচু তৈরির অভিযোগে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। একইসঙ্গে কারখানার মালিককে ৬ লাখ টাকা জরিমানাসহ ৭ জনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম জানান, সানারপাড় এলাকায় এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে সম্পূর্ণ ভেজাল জুস এবং শিশুদের চকলেট ইত্যাদি তৈরি করে বাজারজাত করে আসছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিক এমএ ওয়াজেদ এবং জলিলকে ৬ লাখ টাকা জরিমানাসহ ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কারখানার সংশ্লিষ্ট ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন :   নারায়ণগঞ্জ ভেজালবিরোধী অভিযান
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-10-01 19:18:44