ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি

বাগেরহাট: সুন্দরবনের টগবগির খাল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টগবগির খাল এলাকায় অভিযান চালিয়ে দুইটি একনলা দেশীয় বন্দুক, দুই রাউন্ড গুলি, ১৪ রাউন্ড ফাঁকা গুলি এবং একটি কাঠের নৌকা উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. জাহিদ আল হাসান বাংলানিউজকে বলেন, কিছু দস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টগবগির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা কোস্টগার্ড সদস্যদের ওপর গুলি চালায়। এসময় কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দস্যুরা পিছু হঠে। পরে ঘটনাস্থল তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মালামাল মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।