ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাবনায় ৪টি হাতবোমা উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
পাবনায় ৪টি হাতবোমা উদ্ধার  অবিস্ফোরিত চারটি হাতবোমা উদ্ধার

পাবনা: পাবনার পৌর গোপালপুর এলাকার মাটিয়া সড়ক মহল্লা থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের ওই মহল্লার ইছামতী নদীর পাশের একটি ঝোপ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, দুপুরে গোপালপুর এলাকায় ঝোপের আড়ালে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পলিথিনের ব্যাগে রাখা চারটি বোমা উদ্ধার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিস্ফোরক বিশেষজ্ঞরা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করবেন।


আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশে বোমাগুলো প্রস্তুত রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। সন্ত্রসী কার্যকলাপে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।