ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
রাঙামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আটক ১১

রাঙামাটি: রাঙামাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় ১১ নারীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রাঙ্গাপানি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে রাতেই ১১ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ওই ১১ জনসহ ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।  

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

গোপন সংবাদে ভিত্তিতে এর আগে বুধবার বিকেলে রাঙ্গাপানি এলাকায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজ ও সন্ত্রাসীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় স্থানীয় নারীরা লাঠি-সোঠা নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে আটক দু’জনকে ছাড়িয়ে নেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।