ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় ২ দিন পর মিললো অটোরিকশাচালকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
পাবনায় ২ দিন পর মিললো অটোরিকশাচালকের মরদেহ 

পাবনা: পাবনায় নিখোঁজ হওয়ার দু’দিন পর শহরের কালাচাঁদপাড়া থেকে মারুফ হোসেন (৪২) নামে এক অটোরিকশাচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টম্বর) সকালে পাবনার আতাইকুলা থানার আলোকদিয়ার ব্রিজের নিচ থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত মারুফ হোসেন শহরের কালাচাঁদপাড়া মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।  
 
পাবনা আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, গত ২৪ সেপ্টেম্বর সোমবার রাতে মারুফ হোসেন নিখোঁজ হন। পরিবারের লোকজন তার সন্ধান না পেয়ে পরদিন মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
বৃহস্পতিবার সকালে আতাইকুলা থানার আলোকদিয়ার ব্রিজের নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে মরদেহ দেখে উদ্ধার করে। খবর পেয়ে তার পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহটি মারুফের বলে শনাক্ত করেন।  
ওসি আরো জানান, কারা কি কারণে আর কিভাবে মারুফকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।