ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে কে-টাইপ ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে কে-টাইপ ফেরি চলাচল শুরু

মাদারীপুর: কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচলে এখনও অচলাবস্থা বিরাজ করছে। তবে বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ রুটে পাঁচটি কে-টাইপ ফেরি চলাচল শুরু করেছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, নৌপথের নাব্যতা সংকটের কারণে বেশ কিছুদিন ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে নৌরুটে বন্ধ ছিল সব ফেরি চলাচল।

বুধবার সকাল ১০টা থেকে ছোট ও কে-টাইপ নিয়ে মোট পাঁচটি ফেরি চলছে।

বিআইডব্লিটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ফেরি চলাচলে এখনো অচলাবস্থা বিরাজ করছে। তবে দিনে চার/পাঁচটি কে-টাইপ ও ছোট ফেরি চলাচল শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।