ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শাহবাগে পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
শাহবাগে পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত

ঢাকা: রাজধানীর শাহবাগে পুলিশের গুলিতে বিল্লাল হোসেন কবির (৩৫) ও সালমান (২৮) নামে দুই ছিনতাইকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে শাহবাগ শিখা চিরন্তন সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হোসেন বাংলানিউজকে জানান, রাত দেড়টার দিকে মৎস ভবন এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাই করছিলো ওই দুই ছিনতাইকারী।

সংবাদ পেয়ে তৎক্ষণাৎ সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন সংলগ্ন রাস্তায় বেরিগেড দিয়ে তাদের গতিরোধ করা হয়। এসময় গ্রেফতার এড়াতে তারা সঙ্গে থাকা চাপাতি ও পিস্তল বের করেন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে ওই দুই ছিনতাইকারী ডান পায়ে গুলিবিদ্ধ হন। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, মোটরসাইকেল, চাপাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে

তিনি আরও জানান, তারা দুইজন নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকার বাসিন্দা। পেশাদার ছিনতাইকারী। ছিনতাই শেষে তারা আবার নারায়ণগঞ্জ চলে যান।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।