ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভারতের বাণিজ্যমন্ত্রীর ভোলা সফর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ভারতের বাণিজ্যমন্ত্রীর ভোলা সফর ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভুর ভোলা সফরের একটি মুহূর্ত। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলা সফর করেছেন ভারতের শিল্প, বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী সুরেশ প্রভু। 

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি ভোলায় আসেন। দুপুরে বাংলাবাজার ফাতেমা খানম কলেজ অডিটোরিয়ামে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।

 

সভায়  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমশিনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং ঢাকার কয়েকজন শীর্ষ ব্যবসায়ীসহ ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

এসময় দুই দেশের বাণিজ্যমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকার কথা স্মরণ করে দু’পক্ষের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আরও ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন।  

হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, মুজিব-ইন্দিরার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্কের যে ভিত রচিত হয়েছিল হাসিনা-মোদীর নেতৃত্বে সেই সম্পর্ক আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়েছে।  

এর আগে অতিথিরা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত ভোলার বাংলাবাজার স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করেন।  

ভোলা জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সুরেশ প্রভুর পত্নী উমা প্রভু, বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম এমপি, শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইসলাম গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, রেডিও ক্যাপিটাল ও নিউজটোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।