ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফের চারদিনের রিমান্ডে বিএনপি নেতা সোহেল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ফের চারদিনের রিমান্ডে বিএনপি নেতা সোহেল 

ঢাকা: প্রিজন ভ্যান থেকে আসামি ছিনতাই ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে আবারও চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসান হাবীব এ রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে পাঁচদিনের রিমান্ড শেষে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আদালতে হাজির করে আরও ১০দিনের রিমান্ড আবেদন জানায়।

শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

পরে তাকে চলতি বছরের ৩০ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্টের সামনে প্রিজন ভ্যানে আসামি ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় সোহেলকে গ্রেফতার দেখানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad