ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল জেলা মহাফেজখানা 'তথ্য ও সেবা কেন্দ্রে'র উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
বরিশাল জেলা মহাফেজখানা 'তথ্য ও সেবা কেন্দ্রে'র উদ্বোধন বরিশালে মহাফেজখানা ‘তথ্য ও সেবা কেন্দ্র’ উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। ছবি: বাংলানিউজ

বরিশাল: প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মহাফেজখানা ‘তথ্য ও সেবা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।  

দালালমুক্ত ও হয়রানিমুক্ত পরিবেশে এবং স্বচ্ছতার সাথে সরকার নির্ধারিত সেবা মূল্যে নির্ধারিত সময়ে সর্বসাধারণকে ভূমির মালিকানার (খতিয়ান ও নকশা) বিবরণী দেওয়া. ই-সেবার মাধ্যমে মালিকানার সহিমোহর আবেদন গ্রহণ, প্রস্তুত ও সরবরাহকরণ, জেলা প্রশাসনের আওতাধীন আদালতসমূহের মামলার আরজি ও রায়, নামজারি, জমা-খারিজ, জমা-একত্রিকরণ, জন্ম-মৃত্যুর নিবন্ধনের সহিমোহর নকল ও সার্চিং সংরক্ষণ এবং সরবরাহকরণের লক্ষ্যে এ তথ্য ও সেবা কেন্দ্রটি চালু করা হয়েছে।

সরকারি সেবা সহজীকরণে এ তথ্য ও সেবা কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।