ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘স্মার্টওয়াচ’ কেড়ে নেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
‘স্মার্টওয়াচ’ কেড়ে নেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় ‘স্মার্টওয়াচ’ (মোবাইল যুক্ত হাত ঘড়ি) কেড়ে নেওয়ায় অরবিন্দু রায় (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামের নিজ বাড়িতে থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহত অরবিন্দু ওই গ্রামের বোজেন্দ্র নাথের ছেলে।

সে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তো।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুল চলাকালীন সময় মোবাইল ব্যবহার নিষিদ্ধ থাকায় স্মার্টওয়াচ ব্যবহার করতো অরবিন্দু রায়। বিষয়টি বুঝতে পেরে সোমবার (২৪ সেপ্টেম্বর) ওই ছাত্রের ক্লাস শিক্ষিকা হাত ঘড়িটি কেড়ে নিয়ে অভিভাবককে অবগত করেন। বিষয়টি নিয়ে বাবা-মা গালমন্দ করে অরবিন্দুকে।  

ওইদিন রাতে অরবিন্দুকে বাড়িতে রেখে ধর্মীয় কাজে তার বাবা-মা পাশের মন্দিরে যান। এ সুযোগে অভিমানী ওই ছাত্র ঘরের ভেতর গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।