ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
মাদারীপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের ফাঁসি

মাদারীপুর: মাদারীপুরে গৃহবধূ শাহজাদী হত্যা মামলায় স্বামী বাবু সরদারসহ (২০) তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন।  

বাবু সরদার শরিয়তপুর জেলার চন্দ্রপুর গ্রামের খালেক সরদারের ছেলে।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দু’জন হলেন-মাদারীপুর সদর এলাকার শুকুর খানের ছেলে উজ্জ্বল খান (২২) ও মাজেদ চৌকিদারের ছেলে নাঈম চৌকিদার (২১)। এদের মধ্যে উজ্জ্বল পলাতক।

মামলার নথির বরাত দিয়ে মাদারীপুর আদালতের পিপি অ্যাডভোকেট এমরান লতিফ জানান, ২০১৩ সালের ২৮ জুলাই শাহজাদী বেগমের (১৮) দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে মাথা ও দেহ আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়া হয়। ৯ আগস্ট মাদারীপুর সদর উপজেলার বাহেরচর কাতলা গ্রামের ধনচা ক্ষেতের (নদীর পাশের) পানিতে একটি মাথাবিহীন দেহ পাওয়া যায়। পরে পরনের পোশাক দেখে সেটি শাহজাদীর বলে শনাক্ত করেন তার মা নাছিমা বেগম। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১১ আগস্ট মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে এ হত্যাকাণ্ডে ওই তিনজনের নাম উঠে আসে। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ১৭ ডিসেম্বর মামলার চার্জশিট দেন। দীর্ঘ শুনানি ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad