ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়ামতপুরে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
নিয়ামতপুরে সংঘর্ষে নিহত ১ আহত কয়েকজন। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কালাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নারীসহ অন্তত ১১ জন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিয়ামতপুর উপজেলার ভাতকুন্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালাম উপজেলার আদমপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভাতকুন্ড গ্রামের একটি খাস জমিতে ওই গ্রামের প্রায় ৩৪টি ভূমিহীন পরিবার ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। কিন্তু পাশের আদমপুর গ্রামের মৃত ফজর আলী মণ্ডলের ছেলে রফিক মণ্ডলের ওয়ারিশরা ওই জমি নিজেদের (পত্তন সূত্রে) বলে দাবি করলে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে অনেক বার দেন দরবারও হয়েছে। অবশেষে সোমবার দুপুরে রফিকুলের লোকজন ওই জমি দখল করতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কালামসহ দু’পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে কালামকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ফের সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।