ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মায়ের অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জহিরুল ইসলাম সোনারগাঁ মহজুমপুর এলাকার ফজলুল করিমের ছেলে।

রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শাহীনুর ইসলাম এ দণ্ড দেন।

সোনারগাঁ তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আহসান উল্লাহ বাংলানিউজকে জানান, জহিরুল একজন মাদকসেবী। দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবন করে তার পরিবারের লোকজনদের মারধর করে আসছেন। বেশ কয়েকদিন যাবৎ তিনি তার মাকেও মারধর করে আসছিলো। শনিবার (২২ সেপ্টেম্বর) তার মা নির্যাতন সইতে না পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন বলেও জানান পরিদর্শক আহসান উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।