ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২০ বছর মেয়াদি কংক্রিটের সড়ক নির্মাণের তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
২০ বছর মেয়াদি কংক্রিটের সড়ক নির্মাণের তাগিদ কংক্রিটের সড়ক

ঢাকা: ‘বাংলাদেশে বিটুমিনের সড়ক টিকবে না। পানি বিটুমিনের শত্রু। আমাদের ২০ বছর মেয়াদি কংক্রিটের সড়ক নির্মাণ করতে হবে’।

রোববার (২৩ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে মানসম্মত সড়ক অবকাঠামো বিনির্মাণ: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনারে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০ বছর মেয়াদি রাস্তা নির্মাণ করতে পারে এমন ঠিকাদার নিয়োগ দিতে হবে।

এর ফলে মানুষের দুর্ভোগ কমবে।

সংশ্লিষ্টদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, আপনারা কিসের আশায় বিটুমিনের সড়ক নির্মাণে আগ্রহী। এটা ভুলে যান। কংক্রিট সড়ক নির্মাণ করে মানুষকে মুক্তি দিন। প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়া সত্ত্বেও আপনারা কেন বিটুমিনের সড়ক নির্মাণ করছেন? বাংলাদেশের ভৌগলিক প্রেক্ষাপট বিবেচনায় বিটুমিন সড়ক টিকবে না।

পৃথিবীর অনেক দেশ বিটুমিন ছেড়ে কংক্রিট সড়ক নির্মাণ করছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।  

কমলাপুরে কন্টেনার টার্মিনাল প্রসঙ্গে তিনি বলেন, কমলাপুর থেকে এটা সরাতে হবে। ঢাকায় জটলা নিরসনে এটা করতে হবে।

দেশের উন্নয়ন তুলে ধরে মুস্তাফা কামাল বলেন, আগামী ৫ বছর পর সিঙ্গাপুর ও দুবাইকে পেছনে ফেলবে বাংলাদেশ। তবে তার আগে দেশের সড়ক ঠিক করতে হবে। দেশ কেমন উন্নয়ন হয়েছে সড়ক দেখে বোঝা যায়।  

সেমিনারে আরো উপস্থিত ছিলেন, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম, আইএমইডি সচিব মফিজুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, সওজ এর প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, গবেষক কলামিস্ট আবুল মকসুদ, বুয়েট অধ্যাপক শামসুল হক।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।