ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনা ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
খুলনা ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি পালন ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি-ছবি-বাংলানিউজ

খুলনা: খুলনায় অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। সড়ক দুর্ঘটনা মামলার সাজা বৃদ্ধিসহ শ্রমিক স্বার্থবিরোধী সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবিতে এ কর্মবিরতি পালন করা হয়।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত  শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপোর তেল উত্তোলন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন।

এসময় খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ ছিলো।

কর্মসূচি চলাকালে সকালে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শেখ নুর ইসলাম, সাধারণ সম্পাদক আলী আজিম, সাবেক সভাপতি মীর মোকছেদ আলী, ক্যাশিয়ার মিজানুর রহমান মিজু এ সময় বক্তব্য রাখেন।  

বক্তারা পরিবহন শ্রমিক স্বার্থবিরোধী এ আইন অবিলম্বে বাতিলের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।