ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রলারডুবি: ১১৩ জেলে উদ্ধার, সন্ধান মেলেনি ৮৭ জনের

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
ট্রলারডুবি: ১১৩ জেলে উদ্ধার, সন্ধান মেলেনি ৮৭ জনের মাছ ধরা ট্রলার। ছবি: ফাইল ফটো

পাথরঘাটা (বরগুনা): বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনার দুই দিনপর ভাসমান অবস্থায় ১১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ৫ ট্রলারসহ ৮৭ জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধার হওয়া জেলেদের পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
 
এরআগে, বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গভীর সমুদ্রে ফেয়ারওয়েবয়া, নারিকেলবাড়িয়া, দুবলাসহ একাধিক জায়গায় অন্তত নয়টি ট্রলার ডুবে যায়।

 

নিখোঁজ ট্রলারগুলোর মধ্যে পাথরঘাটার জসিমের মালিকানা এফবি মা ট্রলারের ১৭, আলম মোল্লার মালিকানা এফবি মহসিন আউলিয়া-৫ ২২, পনু আকনের মালিকানা এফবি সুজনের ১৭, হারুন হাওলাদারের মালিকানা এফবি তানজিলা ট্রলারের ১১, ছগির পহলানের মালিকানা এফবি আরমান ট্রলারের ৪ জন ও মহিপুরের জাকিরের মালিকানা এফবি জাহানারা ট্রলারে ১৬ জন জেলে রয়েছেন।

এদিকে, এফবি জাহানারা ট্রলারের ১৬ জন জেলের মধ্যে ১৫ জনকে ভারতীয় জলসীমায় ভাসতে দেখে ওই দেশের জেলেরা তাদের উদ্ধার করে কাকদ্বীপের পার্থপ্রতিম থানায় হস্তান্তর করেছে বলে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন মণ্ডল বাংলানিউজকে নিশ্চিত করেছেন। এসআই রঞ্জন মণ্ডলের তত্বাবধায়নে পার্থপ্রতিম থানার সরকারি হাসপাতালে ওই জেলেদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া ১১৩ জন জেলে শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এখনো নিখোঁজ জেলেদের কোন সন্ধান না পাওয়ায় তাদের বাড়িতে চলছে আহাজারি।

কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. মাহমুদ আলী বাংলানিউজকে বলেন, সুন্দরবনের আউটপোস্টের সব ক্যাম্পের সদস্যরা উদ্ধার অভিযানে নেমে পড়েছেন। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।