ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে চাকরি সরকারিকরণের দাবি কলেজ কর্মচারীদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
না’গঞ্জে চাকরি সরকারিকরণের দাবি কলেজ কর্মচারীদের চাকরি সরকারিকরণের দাবি কলেজ কর্মচারীদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে চাকরি সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছে সরকারি মহিলা কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বেসরকারি কর্মচারীরা।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধন থেকে দুই দফা দাবি করা হয়।

দাবিগুলো হলো- বয়সের কথা বিবেচনা করে চাকরিতে যোগদানের তারিখ থেকে সরকারিকরণ করা ও অধ্যক্ষকে নিয়োগ দেওয়ার ক্ষমতা দেওয়া।

মানববন্ধনে অংশ নেওয়া আরিফ বলেন, আমরা দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছি। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই মানববন্ধন। আমাদের দাবি যোক্তিক এবং আমরা এই দাবির বাস্তবায়ন চাই।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ