ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংড়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
সিংড়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় ভিমরুলের কামড়ে তামিম হোসেন (০৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (২১ সেপ্টেম্বে) বিকেলে বাড়ির পাশে জঙ্গলে খেলা করতে গেলে তামিমকে ভিমরুল কামড় দেয়।

 

নিহত তামিম সিংড়া উপজেলার ডাহিয়া গাড়াবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে।

তামিমের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে তামিম বাড়ির পাশে খেলা করছিল। এসময় জঙ্গলের একটি গাছের পাতা ছিঁড়তে গেলে তাকে ভিমরুল কামড় দেয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয় গ্রাম্য এক ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে রাতভর যন্ত্রণায় ছটফট করে শনিবার সকালে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

ডাহিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম আবুল কালাম শিশু তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এলাকায় যাতে আর এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে, সেজন্য তার এলাকায় খুঁজে খুঁজে ভিমরুলের বাসা শনাক্ত করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় সেগুলো ভেঙে ফেলা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad