ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে কষ্টিপাথরের শিবলিঙ্গসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
সাভারে কষ্টিপাথরের শিবলিঙ্গসহ আটক ২ কষ্টিপাথরের শিবলিঙ্গসহ আটক ২। ছবি: বাংলানিউজ

ঢাকা (সাভার): সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে কষ্টিপাথরের শিবলিঙ্গসহ দুই চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে কলমা গ্রামের আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মো. রুবেল (২৮) ও আল-আমিন (২৬)।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএফএম সায়েদন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কলমা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার আহম্মেদের বাড়ি থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গসহ ওই দুই চোরাকারবারিকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।