ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি যমুনা নদী

সিরাজগঞ্জ: দু’দিন স্থিতিশীল থাকার পর যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে কমতে শুরু করেছে। গত ১২ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি কমেছে। নতুন করে পানি বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি প্রবাহ ১৩.২৪ মিটার রেকর্ড করা হয়েছে। যা সকাল ৬টায় ছিল ১৩.৩১ সেন্টিমিটার।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার
বাংলানিউজকে জানান, শুক্রবার (১৪ সেপ্টেম্বর) থেকে পানি দ্রুত গতিতে পানি বৃদ্ধি পায়। তবে সোমবার (১৭ সেপ্টেম্বর) পানি বৃদ্ধির গতি অনেকটা কমে আসে। বুধ ও বৃহস্পতিবার দুদিন পানি স্থিতিশীল হয়। শুক্রবার থেকেই পানি কমতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।