ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ শুরু রেল যোগাযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগী লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টাপর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, দুপুর ১টার দিকে উপজেলার ইমামবাড়ি স্টেশনের আউটারে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগী লাইনচ্যুত হয়।

>>আরো পড়ুন...চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগী উদ্ধারের জন্য আখাউড়া রেলওয়ে জংশনের লোকেশেড থেকে একটি ও লাকসাম থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকাল পৌনে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগী উদ্ধার করার পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।