ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
গোপালগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২৫ সংঘর্ষে আহত কয়েকজন। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বনগ্রাম পূর্ব পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বনগ্রাম পূর্বপাড়ায় চৌধুরী বংশের লোকদের জায়গার ওপর দিয়ে একটি রাস্তা তৈরির চেষ্টা করে আসছিলেন ওই গ্রামের শেখ বংশের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-কোন্দল চলে আসছিল।
শুক্রবার সকালে এ নিয়ে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।