ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে  উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত. হাবিব উল্লাহর ছেলে মাওলানা আবু তাহের (৬০) তার ছেলে আবু বায়োজিদ (৩০), মেয়ে ফাহিমা আক্তার এবং অটোরিকশারচালক সারোয়ার (৩৫)।

আহতরা হলেন- মরিয়ম আক্তার (২২) ও শিশু আলামিন (২)।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সিএনজিচালিত অটোরিকশার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি নজরুল।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।