ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাপানে পর্যটন মেলায় বাংলাদেশ 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
জাপানে পর্যটন মেলায় বাংলাদেশ  ট্যুরিজম এক্সপো জাপান-২০১৮

ঢাকা: জাপানের রাজধানী টোকিওতে শুরু হওয়া পৃথিবীর বৃহত্তম পর্যটন মেলা ‘ট্যুরিজম এক্সপো জাপান-২০১৮’তে অংশ নিয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর ) থেকে টোকিওর বিগ সাইটে এ মেলা শুরু হয়েছে। চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

 

টোকিওর বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মেলার বাংলাদেশ অংশের উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  রাবাব ফাতিমা। তিনি বাংলাদেশ থেকে আসা প্রতিনিধিদল ও পর্যটন প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মেলার খোঁজ খবর নেন। পরে বাংলাদেশ প্যাভিলিয়নের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।  

ট্যুরিজম এক্সপো জাপান-২০১৮ তে বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং দেশের পর্যটন খাতের দশটি প্রতিষ্ঠান। এবারের মেলায় বাংলাদেশের বুদ্ধিস্ট হেরিটেজকে গুরত্ব দিয়ে জাপানীদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮ 
টি আর/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ