ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যা পরিস্থিতি উন্নতির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
বন্যা পরিস্থিতি উন্নতির পূর্বাভাস বন্যা পরিস্থিতি/ফাইল ফটো

ঢাকা: আগামী ২৪ ঘণ্টায় গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুত্র ও গঙ্গার পানি কমে যাওয়া অব্যাহত থাকায় এই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনটি নদীর পাঁচটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। যমুনা নদীর ফুলছড়ি পয়েন্টে ৯ সেন্টিমিটার, সারিয়াকান্দিতে ২১ সেন্টিমিটার ও বাহাদুরাবাদ পয়েন্টে পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়।

 

এছাড়া আত্রাই নদীর বাঘাবাড়ী পয়েন্টে ১৩ সেন্টিমিটার ও ধলেশ্বরী নদীর এলাশিন পয়েন্টে ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়।  

এদিকে আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পদ্মা ও যমুনার পানিও স্থিতিশীল রয়েছে।  

গত ২৪ ঘণ্টায় ভারতে বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই বলেও পূর্বাভাস রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।