[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১ কার্তিক ১৪২৫, ১৬ অক্টোবর ২০১৮
bangla news

না’গঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-১৯ ৩:০৯:২১ পিএম
নারায়ণগঞ্জের মানচিত্র

নারায়ণগঞ্জের মানচিত্র

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- আলম, বাদল, জসিম, ফারুক।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আকিজ সিমেন্ট গেইট সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত আলম বাংলানিউজকে জানান, স্থানীয় রফিকুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় সেপটিক ট্যাংকের উপরে ‘রুবেল ফার্মা’ নামে একটি দোকান রয়েছে। সকাল ১১ টায় বিকট শব্দে রুবেল ফার্মা, পাশের তামিম ভ্যারাইটিজ স্টোর ও সুমাইয়া চা স্টলের মালামাল পুড়ে যায়। এসময় চায়ের দোকানে বসা সাতজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ জানান, বিস্ফোরণের কারণে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভবনটি নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ওএইচ/

ক্লিক করুন, আরো পড়ুন :   অগ্নিদগ্ধ নারায়ণগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa