ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ২ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ, যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
সিলেটে ২ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ, যাত্রী আটক

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাহিদ নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় দুবাই থেকে সিলেটে আসা একটি ফ্লাইট থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।
 
বিমানবন্দর কাস্টম কর্মকর্তা মো. আহসান উল্লাহ বলেন, দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রী জাহিদের (পাসপোর্ট নং- বিজে-০৩৯১১৫৬) সিটের (নং-১০) পেছনে টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।


 
জব্দকৃত স্বর্ণ ৪ কেজি ৬৪০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
 
তিনি বলেন, এ ঘটনায় কাস্টমস আইন ১০৬৯ অনুযায়ী জাহিদকে আসামি করে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
 
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।