bangla news

শিবচরে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-১৭ ৩:৫৭:৪৬ পিএম
উদ্ধার হওয়া নবজাতকটি

উদ্ধার হওয়া নবজাতকটি

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নে তিনদিন বয়সী এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের সরকারের চর এলাকার নদীর পাড় ব্রিজের নিচ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের নূর-ই আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা নদীর পাড়ে ব্রিজের নিচে নবজাতকটি দেখতে পেয়ে উদ্ধার করে। নবজাতকটি কন্যা শিশু। সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। নবজাতকটির বয়স আনুমানিক তিনদিন। 

বর্তমানে শিশুটি এক নিঃসন্তান শিক্ষক দম্পতির হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   মাদারীপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-09-17 15:57:46