ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

গোবিন্দগঞ্জে হেরোইনসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, সেপ্টেম্বর ১৫, ২০১৮
গোবিন্দগঞ্জে হেরোইনসহ মাদকবিক্রেতা আটক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে শ্রী অটল চন্দ্র মহন্ত (৪৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

অটল চন্দ্র উপজেলার বর্ধনকুঠি খানাবাড়ি গ্রামের মৃত বিন্দাবন চন্দ্র মহন্তের ছেলে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৩ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালোনো হয়। এসময় একটি ইজিবাইকের গ্যারেজ থেকে ২৩ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের মূল্য দুই লাখ ৩০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামি অটল চন্দ্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ইতোপূর্বে মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল। কারাগর থেকে বের হওয়ার পর পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে কারাগরে পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।