[x]
[x]
ঢাকা, সোমবার, ৫ অগ্রহায়ণ ১৪২৫, ১৯ নভেম্বর ২০১৮
bangla news

কাজিপুরে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-১৪ ৬:৪৮:০৫ পিএম
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় আলিমুদ্দিন (৭০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। এর মধ্যে চারজন অটোরিকশা ও চারজন বাসের যাত্রী রয়েছেন। 

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কাজিপুর-সোনামুখী আঞ্চলিক সড়কে উপজেলার শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিমুদ্দিনের বাড়ি উপজেলার কুমারিয়াবাড়ী এলাকায়। 

কাজিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) রইচ উদ্দিন এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, একটি অটোরিকশা যাত্রী নিয়ে সোনামুখী থেকে কাজিপুরে যাচ্ছিল। পথে উপজেলার শ্যামপুর এলাকায় সিরাজগঞ্জ থেকে সোনামুখীগামী বৃষ্টি পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আলিমুদ্দিন। আহত হন অটোরিকশা ও বাসের আট যাত্রী। আহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা সিরাজগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db