ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিবি কার্যালয় থেকে পালিয়ে যাওয়া আসামি আবারো গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
ডিবি কার্যালয় থেকে পালিয়ে যাওয়া আসামি আবারো গ্রেফতার

চুয়াডাঙ্গা: অস্ত্রসহ গ্রেফতারের পর চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে পালানোর ১১ দিনপর আন্তজেলা ডাকাত দলের সর্দার জাহিদুল ইসলামকে আবারো গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জের মকসুদপুর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (০১ সেপ্টেম্বর) রাতে জেলার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রাম থেকে একটি কাটা রাইফেলসহ জাহিদুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারের পর ডিবি কার্যালয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। রোববার (০২ সেপ্টেম্বর) ভোরে হ্যান্ডকাপ পরা অবস্থায় জাহিদুল পালিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।  

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, জাহিদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আজই তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।