[x]
[x]
ঢাকা, রবিবার, ৫ ফাল্গুন ১৪২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
bangla news

বদরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫ 

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-১৪ ২:৫৫:১০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত সদস্যকে আটক  করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার শাহাপুর কালিমন্দির এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে বদরগঞ্জ উপজেলার পৌর শহরের শাহাপুর কালিমন্দির এলাকার  রবিন চন্দ্র কালিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশর একটি দল ওই বাড়িটি ঘিরে ফেলে পাঁচ ডাকাত সদস্যকে আটক করে। আটকরা হলেন- বদরগঞ্জ উপজেলার এসআর পাড়ার আ. সালেহের ছেলে মাসুদ রানা (২৮), বালুয়াভাটা রেলগেট এলাকার মো. আনিছের ছেলে বেলাল হোসেন (২৪), শাহাপুর কালিমন্দির এলাকার দুলাল চন্দ্রের ছেলে রবিন চন্দ্র কালিয়া (২৪), গরুহাটি এলাকার মনছুর আলির ছেলে সুমন বাবু (১৯) ও সাহাপুর মাস্টারপাড়ার মফিজুল ইসলামের ছেলে রাশেদ রায়হান (১৯)।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, বদরগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে পাঁচ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache