ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নকলায় ভিজিএফ’র চালসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
নকলায় ভিজিএফ’র চালসহ আটক ১ র‌্যাব হেফাজতে আমির। ছবি: বাংলানিউজ

শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় দুস্থ গোষ্ঠীর খাদ্যসহায়তা (ভিজিএফ) প্রকল্পের ৫১০ বস্তা চালসহ আমির উদ্দিন (৪৮) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর একটি দল উপজেলার উত্তর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। আমীর উপজেলার ইশিবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ সিনিয়র  সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, ভিজিএফ’র চাল পাচারের জন্য একটি গোদামে মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার উত্তর বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ৫১০ বস্তা ভিজিএফ’র চালসহ গোদামের মালিক আমিরকে আটক করা হয়।

এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান এএসপি হাফিজুল।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad