[x]
[x]
ঢাকা, রবিবার, ৫ ফাল্গুন ১৪২৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
bangla news

দাগনভূঞায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৯-১২ ৭:২২:০৪ পিএম
প্রতীকী

প্রতীকী

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে পিকআপ চালক নজরুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। 

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নজরুল চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার তাহের ঘোনা গ্রামের মন্তু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দাগনভূঞা বাজার থেকে ফেনীগামী একটি পিকআপ থানার সামনে পৌঁছালে শাহী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক নজরুল নিহত হন। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা ফেনী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache