ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এবার ১৬শ’ কেজি ‘এনপিএস’ জব্দ করলো সিআইডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এবার ১৬শ’ কেজি ‘এনপিএস’ জব্দ করলো সিআইডি

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ইথিওপিয়া থেকে আসা নতুন মাদক নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) বা ‘খাত’র ১৬০০ কেজির একটি চালান জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিআইডি’র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান।

তিনি জানান, রোববার (৯ সেপ্টেম্বর) শাহজালাল বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ‘ফরেইন পোস্ট অফিসের’ মাধ্যমে এনপিএস'র ওই চালানটি আসে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডি’র সিরিয়াস ক্রাইম স্কোয়াড চালানটি জব্দ করে।

এ বিষয়ে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত ৩১ আগস্ট প্রথম দেশে এনপিএসের অস্তিত্ব পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বিমানবন্দর ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ইথিওপিয়া থেকে আনা মোট ৮৬১ কেজি এনপিএস জব্দ করার পাশাপাশি মো. নাজিম নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।

দ্বিতীয় দফায় ৬ সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে ১৬০ কেজি ও ৯ সেপ্টেম্বর আরও ১৩৫ কেজি এনপিএস জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ