ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পুলিশ দেখে নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
পুলিশ দেখে নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে নদী থেকে আপেল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

আপেল পৌর শহরের ডালবাড়ী এলাকার টুনো মিয়ার ছেলে।

তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক বাংলানিউজকে জানান, রোববার (০৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মাদক উদ্ধারের জন্য পুলিশ চেকপোস্ট বসায়। আপেল চেকপোস্ট দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে ধাওয়া দিলে আপেল নদীতে ঝাঁপ দেয়। এতে নদীর কচুরিপানার সঙ্গে আটকে আপেল মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা রাতভর খোঁজ করার পর সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে। আপেলের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদকসহ পাঁচটি মামলা রয়েছে।

এদিকে, আপেলের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা থানা কমপ্লেক্সে বাইরে অবস্থান নেয়। প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জামালপুর থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তুফা বিক্ষুব্ধ লোকজনকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে আবরোধ তুলে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।