ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ২ মাদকবিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
কিশোরগঞ্জে ২ মাদকবিক্রেতার কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত দুই মাদকবিক্রেতা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটকের পর দুই মাদকবিক্রেতাকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ মনিপুরঘাট এলাকার মো. জহির উদ্দিনের ছেলে ফাহিম (১৯) ও একই উপজেলার যশোদল মনিপুরঘাট এলাকার মো. কামাল মিয়ার ছেলে রবিউল আউয়াল রিয়াদ (বাবু)।

এরআগে রাত ৯টার দিকে র‌্যাব-১৪ সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।