ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই খেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

ঈশ্বরদী: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই।

শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনুর্ধ্ব-১৭) এর ইউনিয়ন ভিত্তিক ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে একজন ফুটবল খেলোয়াড় ছিলেন।

তিনি দেশের ঐতিহ্যবাহী খেলাগুলোকে উৎসাহ যোগাতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন।  

তিনি আরো বলেন, বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বিদ্যালয়ের শারিরীক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য খেলার মাঠের ব্যবস্থা করছে সরকার।  

ঈশ্বরদী উপজেলার আয়োজনে ঈশ্বরদী পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদের খেলোয়াড়দের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী খেলায় পাকশি ইউনিয়ন ও মুলাডুলি ইউনিয়নের খেলোয়াড়রা অংশ নেন।

ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ড, লক্ষিকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ প্রমুখ।

আগামী ১১ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।