ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ৫০ লাখ ভারতীয় জাল রুপিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে ৫০ লাখ ভারতীয় জাল রুপিসহ আটক ১ বাম থেকে আটক যুবক ও জব্দকৃত রুপিসহ বিভিন্ন সামগ্রী

চাঁপাইনবাবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুর মহল্লা থেকে ৫০ লাখ ভারতীয় জাল রুপিসহ রুবেল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। 

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রুবেল হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছী মহল্লার আকবর আলীর ছেলে।

 

এসময় কোটি টাকা মূল্যের জাল রুপি তৈরির কাগজ, ৫০ লাখ ভারতীয় জাল রুপি, ছয়টি কালার প্রিন্টার, দু’টি ল্যাপটপ ও বাংলাদেশি টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।  

আটক রুবেল প্রায় ছয় মাস আগে টিকরামপুর মহল্লার নুরুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকা তৈরি করে আসছিল।  

জিজ্ঞাসাবাদে রুবেল র‌্যাবকে জানায়, ভারতীয় জাল টাকা গরু ব্যবসায়ীদের কাছে এবং বাংলাদেশি জাল টাকা কিছু ব্যাংক, এনজিও ও বীমা কোম্পানিতে সরবরাহ করতো। তার আরও একজন সহযোগী ছিল। তিনি পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।