ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নানিয়ারচরে লিবারেশন আর্র্মির সদস্যসহ আটক ২, অস্ত্র জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
নানিয়ারচরে লিবারেশন আর্র্মির সদস্যসহ আটক ২, অস্ত্র জব্দ আটক দুইজন এবং জব্দকৃত গুলি

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে লিবারেশন আর্মির (বার্মা) এক সদস্যসহ দু’জনকে আটক করেছে যৌথবাহিনী। 

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, থ্রি নট থ্রি এবং এসএমজি (চায়না) পিস্তলের ৪২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

আটকরা হলেন- লিবারেশন আর্মির (বার্মা) সদস্য মংখাইন মারমা (২৮) এবং নানিয়ারচর উপজেলার অস্ত্র ব্যবসায়ী ছিদ্দিক মিয়া (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম জায়গা বগাছড়ি এলাকায় লিবারেশন আর্মির সদস্য মংখাইন অস্ত্র বিক্রির উদ্দেশে স্থানীয় অস্ত্র ব্যবসায়ী ছিদ্দিকের কাছে এসেছে। এমন খবরের ভিত্তিতে যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে মংখাইন এবং ছিদ্দিককে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি অস্ত্রসহ ৪২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাস্থলে যৌথবাহিনী ফের অভিযান চালাচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।