ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাধুর খালে ভেলাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
সাধুর খালে ভেলাবাইচ কলাগাছ দিয়ে তৈরি ভেলাবাইচ। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: শারদীয় দুর্গা পূজার আগমন উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলায় কলাগাছ দিয়ে তৈরি ভেলাবাইচ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌরাশী গ্রামের সাধুর খালে এ বাইচ অনুষ্ঠিত হয়। চৌরশী এলাকার যুব সমাজ এ ভেলাবাইচের আয়োজন করে।

হাজার হাজার দর্শক বিলের দু’পাশে বাইচ দেখতে ভিড় জমায়।  

আয়োজকরা বাংলানিউজকে জানান, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজার আগমন উপলক্ষে ভেলাবাইচের আয়োজন করা হয়। এ বাইচের ৫ ভাগে ৫৩ দল অংশ নেয়। পরে ফাইনাল রাউন্ডে কার্তিক বৈদ্য ভেলা প্রথম হয়। এছাড়াও উপজেলার আমগ্রাম থেকে আসা প্রতিযোগি কৃষ্ণ করাতির ভেলা হয় দ্বিতীয় এবং তৃতীয় হয় জগদীশ ভক্তর ভেলা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
কলাগাছ দিয়ে তৈরি ভেলাবাইচ।  ছবি: বাংলানিউজ
বাইচ দেখতে আসা দর্শকেরা জানান, ভেলাবাইচ এক অন্যরকম ভালো লাগা। আমরা সত্যিকার অর্থেই মুগ্ধ।  

স্থানীয় যুব সমাজের আহ্বায়ক ও ভেলাবাইচের উদ্যোক্তা প্রশান্ত মণ্ডল বাংলানিউজকে বলেন, দুর্গা পূজার আগমন উপলক্ষে মানুষের মনে আনন্দ-উদ্দীপনা জাগ্রত করতে এ ভেলাবাইচের আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা পেলে আগামীতেও এ বাইচের ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।