ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে শিবির নেতাসহ গ্রেফতার ৮৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
বাগেরহাটে শিবির নেতাসহ গ্রেফতার ৮৯ প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি কামরুজ্জামান নাছিরসহ ৮৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, গত বৃহস্পতিবার (৯ আগস্ট) দায়ের হওয়া একটি নাশকতার মামলায় সন্দেহজনক আসামি হিসেবে নাছিরকে আটক করা হয়েছে। নাছির ২০১০ সালে ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি ছিলেন। এছাড়া তিনজন মাদকবিক্রেতাসহ বিভিন্ন মামলায় ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।  দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ