ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালকিনিতে ইসলামিক মিশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
কালকিনিতে ইসলামিক মিশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ইসলামিক মিশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ড. আব্দুস সোবাহান গোলাপ

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৫ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর রমজানপুর এলাকায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ ইসলামিক মিশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

সিরতা ময়মনসিংহ ইসলামিক মিশন হাসপাতাল প্রকল্পের অধীনে এ হাসপাতালটি নির্মাণ করা হবে বলে প্রকল্প পরিচালক এ কে এম বদরুল আহসান জানান।

 

হাসপাতালটির নির্মাণ প্রকল্পে ৩৮ কোটি টাকা ব্যয় হবে এবং ২ বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলেও তিনি জানান।  

এসময় উপস্থিত ছিলেন- ইসলামিক মিশন হাসপাতালের প্রধান ডা. মো. হারুন অর রশিদ, মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সালে মো. ফিরোজ, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।