ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় লঞ্চের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
ভোলায় লঞ্চের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ৫

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে লঞ্চের ধাক্কায় বিলকিস (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। 

শনিবার (১ সেপ্টম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাকিমুদ্দি লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত বিলকিস উপজেলার কাচিয়া ইউপির বৈদ্দের পুলক এলাকার মৃত আবুল কাসেমের স্ত্রী।

আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হাকিমুদ্দি লঞ্চঘাটের পন্টুণে লঞ্চের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। এ সময় ঢাকা-ভোলা রুটের তাসরিফ-৪ নামের যাত্রীবাহী একটি লঞ্চ পন্টুনে ভিড়লে যাত্রীদের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। এ সময় আহত হন আরও পাঁচ যাত্রী।  

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার ঘটনায় সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, আগস্ট
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।