ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেপাল সফর নিয়ে রোববার সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
নেপাল সফর নিয়ে রোববার সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর 

ঢাকা: নেপালের কাঠমান্ডুতে চতুর্থ বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে রোববার (২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেদিন বিকেলে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে নেপালে দুই দিনের সফর শেষে শুক্রবার (৩১ আগস্ট) বিকেল আড়াইটার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। তার আগে বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে কাঠমান্ডু যান প্রধানমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী বিমসটেক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী সেশন এবং সমাপনী অধিবেশনসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন বাংলাদেশ সরকারপ্রধান।

শেখ হাসিনা ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা দাসো শেরিং ওয়াংচুক, শ্রীলংকান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ও-চার, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট বিমসটেক সম্মেলনে অংশ নেন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মোদী, নেপালের প্রধানমন্ত্রী শর্মা অলি, ভুটানের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা শেরিং ওয়াংচুকের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া সম্মেলনে আসা অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।