ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চায়ের প্যাকেটে নতুন মাদক এনপিএস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
চায়ের প্যাকেটে নতুন মাদক এনপিএস! নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস নামে নতুন মাদকদ্রব্য বিমানবন্দরে জব্দ করা হয়

ঢাকা: দেশজুড়ে ইয়াবার আগ্রাসনের মধ্যে নতুন এক মাদক আমদানির চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) নামে নতুন মাদকদ্রব্য চায়ের প্যাকেটে করে আনা হচ্ছিলো ঢাকায়।

শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় চারশো কেজি নতুন এই মাদকের চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

অধিদফতরের সহকারী পরিচালক (এডি) খোরশিদ আলম জানান, এনপিএস’র চালানটি কয়েক দিন আগে ইথিওপিয়া থেকে ঢাকায় আনা হয়েছে।

শুক্রবার বিকেলে বিমানবন্দরের কার্গো এলাকা থেকে মাদকের এ চালানটি জব্দ করা হয়। এ কাজে তথ্য দিয়ে সহযোগিতা করেন এনএসআই সদস্যরা।

এনপিএস অনেকটা চায়ের পাতার মতো দেখতে। পানির সঙ্গে মিশিয়ে তরল করে এটি সেবন করা হয়। সেবনের পর মানবদেহে অনেকটা ইয়াবার মতোই এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে। এক ধরনের গাছ থেকে এনপিএস তৈরি করা হয়।

নাওয়াহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের নামে ইথিওপিয়া থেকে চালানটি পাঠানো হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।