ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহী স্টেশন থেকে জাল টিকিটসহ দুই যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, আগস্ট ৩০, ২০১৮
রাজশাহী স্টেশন থেকে জাল টিকিটসহ দুই যুবক আটক রাজশাহী রেলওয়ে স্টেশন। ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীতে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ট্রেনের ১২টি জাল টিকিট বিক্রির সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

আটকরা হলেন- রাজশাহী মহানগরীর রাপাড়া থানার হড়গ্রাম এলাকার হারুনের ছেলে হুমায়ন রশিদ (২৬) ও ডিংগাডোবার আনোয়ার পারভেজের ছেলে সাবিদ পারভেজ (২৪)।

রাজশাহী বাস টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাসির হোসেন জানান, রেলস্টেশন চত্বরে বিক্রির সময় পুলিশ ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু ট্রেনের ১২টি জাল টিকিটসহ তাদের আটক করেছে।

আটক হুমায়ন ও সাবিদ জানিয়েছে, তারা বিশেষ বিশেষ দিনে তথ্য প্রযুক্তির ব্যবহার করে কম্পিউটারে মাধ্যমে জাল টিকিট বের করে স্টেশন এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে নিজেরা কখনো তাদের নিজস্ব লোক দিয়ে বিক্রয় করে থাকে।

পুলিশ বক্সের ইনচার্জ নাসির হোসেন বলেন, তারা জালটিকিট জাল টাকা তৈরি করে বাজারে ছাড়ে। এ কাজে আরও অনেকে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। তাই তাদের বিরুদ্ধে মামলা হবে।  

এছাড়া আরও জিজ্ঞাসাবাদের জন্য বোয়ালিয়া থানার মাধ্যমে আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এসএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।