ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংগাইরে মাদক বিক্রির দায়ে নারীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
সিংগাইরে মাদক বিক্রির দায়ে নারীর কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে গাঁজা বিক্রির দায়ে পারুল বেগম (৪৫) নামে এক নারীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. যুবায়ের এ কারাদণ্ড দেন।  

পারুল বেগম সিংগাইর উপজেলার সিরাজপুর বাজার এলাকার মজর আলী মজার স্ত্রী।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সিরাজপুর বাজারসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ভাসমানভাবে গাঁজা বিক্রি করে আসছিলেন পারুল বেগম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
কেএসএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।