ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রয়াত সংসদ সদস্য সাচ্চু স্মরণে তোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
প্রয়াত সংসদ সদস্য সাচ্চু স্মরণে তোরণ ফিতা কেটে তোরণ উদ্বোধন করা হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের তিন নম্বর সেক্টরের গেরিলা উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট লৎফুল হাই সাচ্চু স্মরণে নির্মিত তোরণ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ডে তোরণটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম।  

প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে তোরণটি নির্মাণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।

এছাড়া রামরাইল বাসস্ট্যান্ড থেকে সোহাতা গ্রাম পর্যন্ত পাকা সড়কটি প্রয়াত এ সংসদের নামে নামকরণ করা হয়।

তোরণ উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম।  

বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি কাউছার আহমেদ ও প্রয়াতের ছোট ভাই আল-মামুন মনোয়ারুল হাই প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।